-অনেক দিন ধরে ভাবছি বলব,
কিন্তু বলব বলব করে বলাই হয়ে উঠছে না।
ইয়ে, মানে ঐ আর কি,
ভাবছিলাম যদি কিছু মনে করো আবার।
না মানে, তেমন কিছু না,
আসলে অনেকবার চেষ্টা করেছি,
মানে সুযোগ পাই তো সাহস হয় না,
আর যেদিন সাহস করে বলব বলে যাচ্ছিলাম,
হঠাৎ কি বৃষ্টি নামল রাস্তায়।
মানে কি করে বলব তাই ভাবছিলাম আর কি,
জানো আজ নয়, অনেকদিন হল,
মানে বলতে যাচ্ছি কিন্তু আসছে না,
মানে ঐ আর কি, আসলে ভাবছিলাম কি,
আজ সাহস করে বলেই দিই।
আজ নয়, সেই কবে থেকে, মানে অনেক দিন হল তো।
তাই আর কি, মানে এবার যদি না বলি,
তুমি কিছু চিন্তা কোরো না,
আজ আমি বলেই যাব।
মানে একটু ইয়ে লাগছে, ঐ আর কি।
দেখ, আমরা তো বন্ধু, মানে বন্ধু আর কি।
তো ঐটাই বলছিলাম,
হ্যাঁ, মানে বন্ধু আর কি কিন্তু যদি ধরো,
তো তুমি যদি কিছু মনে না করো,
ভাবছিলাম যে, অনেকদিন ধরেই ভাবছিলাম আর কি।
যে মানে মুখে বলাটা ঠিক হবে না একটা চিঠি লেখা দরকার,
কিন্তু মুশকিল টা হল, আমার হাতের লেখাটা মানে ঐ আর কি!
তুমি যদি আবার কি পড়তে কি বোঝো,
আসলে আমি বলতে চাইছিলাম, মানে চাইছি,
যে মানে ঐ আর কি।
বন্ধু তো আমরা আছিই, যদি কিছু মনে না করো,
মানে একটা কথা বলতাম,
মানে বলছিলাম যে, ইয়ে মানে বলছিলাম যে।
আসলে আমি, অনেকদিন ধরেই হল,
-তুমি শুনছো তো?
-হ্যাঁ, হ্যালো, মানে ঐ বলছিলাম যে।
আমি তোমাকে ভালোবাসি
-"আপনি যে নাম্বারের সাথে সম্পর্ক করতে চাইছেন সেটি এই মুহূর্তে ব্যস্ত রয়েছে, দয়া করে কিছুক্ষণ পরে আবার চেষ্টা করুন"
আমি তোমাকে ভালোবাসি, সত্যিই খুব ভালোবাসি। আজ নয়, অনেকদিন হল।
-পিঁ.... পিঁ...