কে বলে, বরফ ঢাকা শীতল মনের রাস্তার ধারে লাল গোলাপ ফোটে না,
কে বলে, বহুকাল ধরে অনাবৃষ্টিতে মরুভূমি হয়ে যাওয়া হৃদয়ে আবার বসন্ত আসে না।
কে বলে ভালোবাসা বর্ণ ধর্ম জাত সৌন্দর্য দেখে হয়,
কে বলে ঘৃণার বিষের রেশ সময়ের সাথে মিলিয়ে যায় ভুলে যাওয়ায়।
পাঁকে ফোটা পদ্মকে যদি জাতীয় ফুলের মর্যাদা দিতে পারা যায় তবে বেশ্যা মায়ের যে মেয়েটা স্কুল শেষ করে কলেজে পড়ছে তাকে ঘরের বউ করে তোলা যায় না কেন?