হারানোর সুযোগ পেয়েছি অনেক,
হারিয়ে ফেলেছি বহুবার,
আমার কোনও জাত নেই, ধর্ম নেই, নাম নেই
নেই হারাবার ভয়
তবু যতবার হারাতে গেছি
একটা মানুষ খুঁজে দিয়েছে আমাকে ততবার;
যে মানুষটা জাত ধর্ম নাম কিচ্ছু জিজ্ঞেস করেনি
শুধু ভালবেসেছিল নীরবে;
যে মানুষটা জিজ্ঞেস করেনি আমি ইজরায়েলি,
সিরিয়ান, রহিঙ্গা বা কোনও দেশহীন রিফিউজি কিনা;
যে মানুষটা জানতে চায়নি আমি ইহুদি,
খ্রিষ্টান, মুসলমান বা হিন্দু কিনা;
সে ভালবেসেছিল একজন মানুষকে;
যতবার আমি তার কথা মনে করি আমার
ঠোটের ডগায় হাসির রেখা ফুটে উঠে
আর যতবার আমার ঠোটের ডগায় হাসির রেখা ফুটে উঠে
আমি ততবার তাকে মনে করি;
মরবার সুযোগ পেয়েছি অনেক,
বাঁচার জন্য মরেছি বহুবার,
আমার কোনও দেশ নেই, আত্মীয় নেই, পরিচয় নেই;
নেই প্রানের ভয় নেই,
তবু যতবার মরণাপন্ন হয়েছি
একটা মানুষ এসে বাঁচিয়েছে ততবার;
যে মানুষটা আমার স্বদেশী নয়, আমার আত্মীয় নয়,
পরিচিত বন্ধু নয়;
তবু সে আমায় প্রানে বাঁচিয়েছে
যে মানুষটা প্রশ্ন করেনি আমি কোন বংশের,
আমার ভাষা কি, আচার ব্যবহার কেমন;
যে মানুষটার মনে কৌতুক জাগেনি আমার অতীত নিয়ে,
বর্তমান ভবিষ্যৎ নিয়ে;
সে বাঁচিয়েছে একজন মানুষকে;
যতবার আমি তার কথা মনে করি আমার
ঠোটের ডগায় হাসির রেখা ফুটে উঠে
আর যতবার আমার ঠোটের ডগায় হাসির রেখা ফুটে উঠে
আমি ততবার তাকে মনে করি;