আজ তোমার ইচ্ছে গুলো নিয়ে আমার রাত জাগার পালা।
বহু বিনিদ্র রজনী তো এর আগেও কাটিয়েছি নিঃশব্দে।
বহু অমাবস্যার কালো রাতে একা বসে, তো এর আগেও অপেক্ষা করেছি সকাল হওয়ার।
বহুবার তো অবাধ্য মন খারাপের কাছে হার মেনেছি এই রাতের অন্ধকারেই।
তবে আজ তেমন নয়।
আজ আমি তোমার ইচ্ছে গুলো চুরি করেছি তোমার থেকে।
তোমায় উপহার পাঠাব বলে।
আজ আমি তোমার সুপ্ত অভিলাষ গুলো চুরি করেছি তোমার থেকে।
তোমাকে সওগাত পাঠাব বলে।
আজ আমি এক স্বপ্ন এঁকেছি আমার মননের ক্যানভাসে।
তোমার ইচ্ছে পূরন করব বলে।
কত সহস্র ফোঁটা চোখের জল বাষ্পীভূত হয়ে গেছে গাল বেয়ে মাটিতে পড়ার আগে, হিসেব নেই।
কত সহস্র ফোঁটা লবণাক্ত মিশ্রণ হারিয়ে গেছে নিরুদ্দেশে, হিসাব নেই।
হিসাব নেই সেই অকারণ কান্নার, যা শরতের মেঘের মত এক পশলা হঠাৎ বৃষ্টি হয়ে ঝরেছে কাশ বাগানে।
হিসেব রাখার দরকার হয় নি।
কারন তোমার আগে কেউ হচ্ছে প্রকাশ করেনি, তাদের সঞ্চয় করার।
তোমার আগে কেউ বলেনি অশ্রু বিন্দু উপহার হতে পারে বলে।
আমি তোমার জন্য গোলাপ বাগানে ক্যাকটাস খুঁজতে যাচ্ছি।
তুমি বলেছিলে ক্যাকটাস খুব সঞ্চয়ী।
তুমি বলেছিলে তুমি নাকি ক্যাকটাসের পাত্রে সঞ্চয় করে রাখতে চাও অকারণ মন খারাপের সেই বিন্দু গুলো।
যে পাত্রটা থাকবে তোমার পড়ার টেবিলে, সর্বক্ষণ তোমার সামনে,
যে ক্যাকটাসটার কাঁটায় কাঁটায় থাকবে একজোড়া চোখের কোন থেকে ঝরে যাওয়া অবাধ্য অনুভূতি।
আর যার দিকে তাকিয়ে তোমার রোজ মনে পড়বে,
পৃথিবীর এক কোনায় একজনের অশ্রু বিন্দুর লবণাক্ততায় পরিপুষ্ট মরুভূমির এই প্রান।
আজ আমি তোমার জন্য ক্যাকটাস খুঁজতে যাচ্ছি।
যদি আমার সামর্থে কুলায়, তোমাকে উপহার পাঠাব আমি।
আজ থেকে আমি তোমার জন্য এক এক ফোঁটা চোখের জল সঞ্চয় করে রাখব।
যদি আমার ক্ষমতা শেষ না হয়ে যায়, তোমাকে সওগাত পাঠাব আমি।
আজ আমি তোমার স্বপ্ন গুলো নিয়ে একলা অন্ধকারে জেগে আছি।
যদি আমার ইচ্ছে পূরনের দিন না ফুরিয়ে যায়, তোমার ইচ্ছা পূরণ করব আমি।