আজ আকাশে একটা চাঁদ উঁকি দিয়েছে।
গোল থালার মত একটা চাঁদ।
যার গায়ের রঙটা ঠিক ঐ কাঁচা হলুদ বাটার মত।
চারিদিক ভাসিয়ে দিচ্ছে হলুদ আলোয়।
আমার খোলা জানালাটা দিয়ে বাঁধ ভেঙে সে আলো এসে পড়ছে আমার বিছানায়।
আমার সারা শরীরে সে আলো যেন গায়ে হলুদ দিয়ে যাচ্ছে।
আজ ঘুম নেই আমাদের চোখে।
নিদ্রাহারা এ রাত শুধু আমাদের দুজনের।
তুমি কোনোদিন চাঁদ হয়েছো?
কোনোদিন তোমার হলুদ আলোয় ছুঁয়ে দিয়েছ কোনো অভিশপ্ত ঘুমন্ত রাজকুমারীর ঠোঁট?
আজ আমি রাত্রি হতে রাজি।
তোমার জন্য আমার আঙিনার দরজা খুলে অপেক্ষা করে আছি।
এ নিস্তব্ধতা শুধুই আমাদের।
আমার এক আকাশ রাত্রি জুড়ে, আমার এক বুক নিস্তব্ধতা জুড়ে
একটা গোল থালার মত চাঁদ তার হলুদ রঙ বিছিয়ে দিক।
'এস এস আমার ঘরে এস... বাহির হয়ে এস তুমি যে আছ অন্তরে'