আমি তোমার হয়ে থাকবো বলে মরনের বীজ পুঁতেছি।
তোমার প্রেমে পাগলের মতো সে গাছটাকে একটু একটু করে যত্ন করে নিজের হাতে বড় করছি রোজ।
ভালোবেসে এমনটাই তো করে মেয়েরা।
করে আসছে যুগ যুগ ধরে।
কখনো রাধা কখনো সাবিত্রী কখনো বেহুলা।
ভালোবাসে মরেই তো অমর হয় মানুষ।
পাড়ার মোড়ে কে পাঁচু ধোপা আদর করে বউকে জড়িয়ে ধরে চুমু খেল,
কে'ই বা মনে রাখে তা?
কিন্তু ভালোবেসে কোন দেশে কে রোমিও প্রান দিয়েছিল তা' জানে সবাই।
আমি তোমার প্রেমে কলঙ্কিনী হওয়ার দুঃসাহস দেখিয়েছি।
দুনিয়ার রীতি নীতি সব ত্যাগ করে আমি নিন্দুকদের বার বার প্রলোভন দেখিয়েছি।
ভালোবেসে এমনটাই তো করে মেয়েরা।
এ দেশে সীতা কলঙ্কিনী হয়, তুলসীর সতীত্ব নাশ হয়, ভরা সভায় দ্রৌপদীর বস্ত্র হরন হয়।
ভালোবেসেই তো নির্লজ্জ হয় মানুষ।
পুরুষের লোভের সামনে কাপড় খুলে রোজ কত মেয়ে বেশ্যা হয়, কে'ই বা মনে রাখে।
কিন্তু ভালোবেসে নায়কের সামনে নগ্ন হলে সে তোমার অমর নায়িকা হয়ে যায়।
এটাই নিয়ম। আমরা প্রতিদিন নিয়ম মেনে চলতে বাধ্য।
আমরা ভালোবেসে মরতে বাধ্য,
আমরা কলঙ্কের কালো দাগ তিলক করে মাথায় পরতে বাধ্য।
তবু আমি ভালোবাসি তোমায়।
তবু তোমার জন্য আমার মন পতঙ্গের মত আগুনে ঝাঁপ দেয়।
তবু তোমার দুবাহুতে রোজ একটু একটু করে মরার জন্য বাঁচতে শিখি আমি।
তবু তোমার নরম ঠোঁটে অনবরত আশ্রয় খুঁজে যাই।
তবু কাঁটার ওপর শুয়ে তোমায় জড়িয়ে ধরে আদর করতে চাই।
তবু মরন জেনেও আমি তোমারই হতে চাই।