মাথায় ভরা জটার মাঝে ঘৃণার উকুন ভরা |
কাঁধে ঝোলা বোঝার ভেতর কতই না তার জ্বালা |

হারিয়েছে সে বাস্তবের এই কঠিন পাথরটাকে |
থোড়াই কি তার মনে আছে নিজের অতীতটাকে |

হয়তো তাকে দেখলে সবাই বলবে সমাজ ছাড়া |
কেউবা বলবে নরকের কীট মরে না কেন শালা |

আবোল তাবোল গল্প বলে মনকে শুধুই ভোলায় |
গন্ধ পিজা উচ্ছিষ্ট পেটের জ্বালা মেটায় |

পাথর ভেঙে রক্ত ঝরার গল্প বলে সে |
বর্তমানে সমাজ তাকে ব্রাত্য করেছে  |

এলোমেলো শব্দ গুলো সাজিয়ে না হয় দেখলে |
না হয় একটু অবসরে সময় নষ্ট করলে |
না হয় একটু পাগল হয়ে পাগলামিটা করলে |

ধেততেরিকা, হারামজাদা, রাজার বিছানা,
নয়তো বলে চিল শকুনে খুবলে খেল ডানা |

তুমি বলবে কোথায় আছে কথায় ব্যাকরণ |
নয়তো বলবে ঠাট্টা করে শুধুই আস্ফালন |

রাজা ছিল নিজের সুখে রাজার পালঙ্কে |
খুবলে খেল চিলেরা সব রাজার রাজত্বে |


পাগল তারাই যারা বলে বদলে দেবো সমাজ |
আমরা শুধুই বুদ্ধিজীবী ভাঁড়ামিটাই কাজ |