বিপ্লবের আরেক নাম মাধবীলতা
জেনেছিল অনিমেষ,
আমিও বিপ্লব ভালোবেসে
তোমার মাঝে অনিমেষকে দেখেছিলাম,
মাধবীলতা হতে সাধ জেগেছিল বড়
তোমাকে সম্পূর্ণ ধারণ করে বিপ্লবের সকল মন্ত্রে
আমিও লতার মত জড়িয়ে ছিলাম।

পথের শেষে জেনেছি-
বিশ্বাস নয়, প্রেম নয়, নয় ভালোবাসা
বিপ্লবের আরেক নাম-শুধুই ওপরে ওঠার সিঁড়ি
পথিকবিহীন পথের নেশায় অকারণ ছুটতে পারব না জেনে
বিশ্বাসের অবগুন্ঠনে নিজেই হারিয়ে গেলাম।
অনিমেষের নিরঞ্জন প্রেম কাঁদে, হাসে,
লড়ে বাঁচে আজো নিরন্তর বুকের ভেতরে..।।