তোমাকে সর্বস্ব দেব বলেই
আগলে রেখেছি আমার তিরিশটি ফাগুন;
তোমাকে দেব বলেই
জ্যোৎস্নার চূড়া থেকে স্নিগ্ধতা নিংড়ে নিংড়ে
বিন্দু বিন্দু ভালোবাসা জমা করা;
তোমাকে দেব বলেই সময়ের ভ্রুণ থেকে
এক তোলা সময় সযত্নে তুলে রাখা;
তোমাকে দেখব বলেই
শত বর্ষ প্রত্যশার প্রদীপ্ত প্রহর গোণা;
তোমাকে ছুঁয়ে থাকতেই
এ মরুতে ক্লান্তিহীন বৃষ্টি বিছন বোনা;
তোমাকে সব বলব বলেই তো
সুদীর্ঘ পথ নীরবে নি:শব্দে হাঁটা;
তোমাকে গন্তব্য জেনেই
তোমার কাছেই বারে বারে ফিরে আসা।