(প্রয়াত কবি সৈয়দ শামসুল হকের প্রতি শ্রদ্ধার্ঘ্য)
পরাণে পরাণ বাইন্ধা যে বাঁশী বাজাইলা
হঠাৎ তারই সুর থামাইয়া পাগল কেন বানাইলা
দেহা নাই কতা নাই নাই কোন খবর
মাস কাডে না দিন কাডে না কাডে না পহর
কেমন তুমি প্রাণসখা না হও যদি দোসর?
ভুইল্যা গেছ তুমি মোরে ভীন দ্যাশেতে যাইয়া
দিন গুণি তবু আমি তোমার পন্থ চাইয়া
পীরিতে মন মজিলে পরাণ রাখা দায়
উথাল পাতাল মন উচাটন যায়রে পরাণ যায়।
মনে আছে সেই যে তুমি কইছিলা-
বড় অইতে অইবে আমারে,
নারী নেত্রীর লাহান আঙ্গুল উচাইয়া ভাষণ দিতে অইবে,
মাইয়া বইল্যা, গরীব বইল্যা যারা সুযোগ লয়, অবহেলা করে,
শিক্ষা দিতে অইবে তাগোরে,
মনে আছে, তুমি কইছিলা..
আমার মইদ্যে আগুন আছে,
আমার নাকি ত্যাজ আছে,
আতশবাজি জ্বালানের লাহান...
আমি ফ্যালফ্যাল কইরা তোমার চোহের পানে চাইয়া আছিলাম।
কী কও এইসব? আমি কি পারুম?
তুমি হাইস্যা কইলা,
আরে পাগলী! আমি আছি না?
ডর কীসের? তোরে যাইতে অইবে বহুত দূর...
তোরে উঠতে অইবে পর্বতের আগায়...।
আমারে যাইতে অইবে বহুত দূর।
আইজো আমার কানে বাজে সেই মন্ত্রমধুর।
আইজো আমি হাঁটতে হাঁটতে ভাবি
পেছনে দেহনের সময় কই?
যাইতে অইব অনেক দূর...
যাইতে যাইতে ক্লান্তি আহে,
জিরাই, আবার ছুটি।
তুমি কইছিলা, বাজান আমার পণ্ডিত মানুষ!
তোরে ঘরে তোলনের লাই যুদ্ধ করন লাগব
তোরে সেই যুদ্ধের অস্ত্র যোগান লাগব
আমি তো তাজ্জব!
কী কও? যুদ্ধ! আমিতো বেবুধ মাইয়া মানুষ!
তাও আবার বাজানের লগে?
তুমি কইলা, নারে পাগলী, এই যুদ্ধ সেই যুদ্ধ না।
তোরে লেহাপড়ার যুদ্ধে নামতে অইব,
প্রমাণ করা লাগব তুই সেরাদের সেরা।।
বাজান চইল্যা গেল!
তোমারও ঘরেও খড় থেইক্যা টিন উঠল,
ব্যাঙ্কের ব্যালেন্স আগের থেইক্যা হৃষ্টপুষ্ট অইল,
চাকরিতেও পরমশন অইল।
সক্কলে কইল, মরছ হারামজাদী!
তোর লেহাপড়া সক্কল চুলায় গেল...
আমার বুকের মইদ্যে কেমন ধড়াস ধড়াস করতে লাগল;
মায়েরও বড় সখ অইল, ঘরে বউ দেখবার চায়
আশ্বিন যায়, চৈত যায়, এক ফাগুন যাইয়া আরেক ফাগুন আয়
মনের পিঞ্জর খুইল্যা পিদিম জ্বালাইয়া বইয়া থাহি কার যেন আশায়
যদি আমার যুদ্ধের দিন শ্যাষ অয়...
আচানক কেউ আইস্যা বুকের মইদ্যে জড়াইয়া কয়,
"তুই আমার আন্ধার রাইতের চান্দের বাত্তি,
আমার পীরিতের পেতনি!
তোরে সেরা কইবনা কোন হালায়.?"
অহনো আমি সেরাদের সেরা অইবার চাই
আকাশের তারা অইবার চাই...
পর্বতের আগায় লাল সবুজের ঝাণ্ডাখান
উড়াইবার চাই
দেহাইবার চাই...আমিও মানুষ!
আইজো আমি বাতাসে তোমার শইলের ঘ্রাণ পাই
আইজো আমার ভাল্লাগে পড়ালেহা মেলা।
আইজো আমি বেবুধ মাইয়া মানুষ!
তোমার লাইগ্যা মনডা পোড়ে,
বুজিনাইক্যা, অইডা ছিল কতার কতা,
ছুটির ফাঁকে সখের বশে কিছুদিনের খেলা..।
সঙ্গীতা ইয়াসমিন