সময় ছিল মেঘলা,
দুচোখে বৃষ্টি ধারায়, শ্রাবণ ছিল একলা ।
রোদ্দুরে ভেজা ভেজা আলোর কিরণ;
স্বপ্নে তে সংযোগ স্মৃতির বারন।
গাছের ঝরানো পাতা আশা তে মুখর
বাগানে সুকনো ফুল চাইছে খবর।
ঘন ঘটা প্রজাপতি চুপিসারে এসে
ধরেছে ভিষন গান ,আবেগের শেষে;
                "ওগো"
     কেন এলে না দুয়ারে তুমি
            কোণের বেশে ?