আমি তোমার প্রতিবেশী,
      অভিনয়টা আমি দারুণ পারি।
সিনেমা আর সিরিয়ালে তেমন মজা নেই,
তাই তোমার বাড়ির আনাচে কানাচে ঘুরে;
      প্রিয় মানুষের প্রতি- প্রতিহিংসার
            আগুন জ্বলিয়ে ছাড়ি ।

          কী তুমি হাঁসছো !!!!!!

আমি যে তোমার প্রতিবেশী তুমি জানো না !
হেঁসো না , আমার কেমন গায়ে জ্বালা ধরে।

   তোমার কান্নাতে আমি অভিনয় ভরে -
          " সহানুভূতি দেব";
   তবে হাঁসলে পরেই কারন খুঁজে-
তোমার "মনটা বিষিয়ে" প্রতিশোধ আমি নেব।

তোমার কষ্টে গুরুজন সব আশার আলো জালে।
         আমিও জ্বালি; জানো!!!
    তবে আলো নয় ,বিষাক্ত আগুন।

হঠাৎ করে কখনও যদি তুমি উন্নতি পাও,
তখন না হয় রঙটা একটু বদলে নেব;
        ওটা তো প্রায়ই বদলাই।

              !!!জানো!!!
দাঁত গড়িয়ে কথা বোলতে দারুণ মজা লাগে ।
ওরা আমার গড়া কথা গুলোয় এতো বিশ্বাস করে;
কোণের সাজের স্বপ্ন ভেঙে বিধবার সাজ সাজে।

     ভেবে দেখ কত বড়ো অভিনেত্রী আমি।

              আঃ কি শান্তি;;;
             আমি প্রতিবেশী ।