না: ,
আমার সাধ্য নেই।
দামী কিছুই কিনতে পারিনি আজও,
না-গাড়ি ; না-অলঙ্কার; না-বিনোদন।
হয়তো !
এভাবেই থেকে যাবো আমি আমাতে!
হেঁ, তবে জমিয়েছিলাম অনেকটাই,
যেটা কষ্টের ছিলো ।
সব উড়িয়ে দিয়েছি ।
তবে .....;
কেনাকাটা বা বিনোদন এ নয় ,
যারা দুর থেকে তোমাদের মূল্য নিয়ে আলোচনাটা শোনে ,
আর ফেল-ফেল কোরে তাকিয়ে, চাহিদার মিষ্টি হাঁসি হাঁসে,
তাদের , "ওই অমূল্য হাঁসি তে উড়িয়েছি।
ওই নগ্ন কোমল পা দুটো তে উড়িয়েছি ।
আর ,কিছু সাড়া জাগানো পেটে উড়িয়েছি" ।
হেঁ, আমি পেয়েছি ,
মুল্যবান কিছু কেনাকাটার থেকেও
আরও বেশী তৃপ্তি, আরও অনেক আনন্দ ।
ওই বারোটা শৈশব এর আনন্দিত মন,
প্রকাশ্যে যখন ক্ষনিক হেঁসেছিল আজ,
কিছু সময় ভুলেই ছিলাম,
করোনা আগমনীর গান ।
না:
কোটি বা লাখ ছিলোনা আমার কাছে ।
যতটা খেটেছি তার নুন্যতম মূল্য তেই,
কোটি টাকার হাঁসি উপহার পেয়েছি।
তাই, বড্ড খুশি আজ ।
হয়তো, হবে না এমন আমার অবর্তমানে,
তাই আজ বর্তমান টা খুব প্রিয় ।