"বড় ভালোবাসে গিন্নী আমায়"
এক মুঠো ভাত, এক বাটি ডাল
  আমার থালির দুইটি দানা
  ওর ক্ষুধা তে অমৃত পায়।
  
  আজ ফেরার পথে নুন কিনবো;
  কালকের সেই পুরানো ভাতে ,
    গিন্নী নাকি জল ঢেলেছে ,
ওর কোমল হাতের ভালোবাসায়
         সুখ মিশিয়ে খাব।
            
আমার শোবার ঘরে চাঁদ দেখা যায় ,
  কাঁধে মাথা রেখে গিন্নী বলে !
ওগো , মোর দুজনের ভালোবাসায়
   চাঁদ উঁকি দেয় খোলা দরজায়।
  
      হাঁসিতে আমি লুটিয়ে পড়ি,
  শত ভালোবাসাতেই জড়িয়ে ধরি,
   ওর লজ্জা মাখানো মিষ্টি হাঁসিতে
    ওকে মনে হয় আজও কুমারী ।
  
   ওর হাতে আজ ছেঁকা লেগেছে ,
          কেন বা হবেনা !
সেই কোন ভোরে উঠে উনুন জেলেছে,
   আমার দিনমজুরীর জীবনযাত্রা;
টুকরো গুড় ,আর একটি রুটি তে
ভালোবাসা মেখে টিফিন সেজেছে ।

   আজ তাড়াতাড়ি ফিরবো বাড়ি,
  কয়েক দিনের জমানো পুঁজি তে
     গিন্নীর তরে কিনবো শাড়ি।
    
ক্লান্ত শরীরে যখন আমার প্রবেশ দরজায়;
    নিজের পেটের ক্ষুধা ভাঙিয়ে
    আমার , পাতায় ভোজ সাজায়,
          তবু আজও জানো !
  " বড় ভালোবাসে গিন্নী আমায়।"