তুমি যারে বল "পাপ",
        আমি বলি "অন্যায়";
তোমার জননী আশ্রমে আজ-
        আমার ন্যায় এ অন্ন পায়।
আমি কে ! !
       আমি কোনো ব্যক্তি নয়,
যেটা তোমার কাছে খুবই কম !
       লোকে যারে "সময়" কয় ;
আমি সেই।

তোমার মুখেই শুনেছিলাম,
        "ঐ ছেলেটি খুব খারাপ "।
তা বাবু,--
বৃদ্ধাশ্রমে যার ঠিকানা দিয়েছো
           তিনি কি তোমার পাপ?
          
ন্যাকাম কথা, শুকনো হাঁসি,
           শৈশব কে ভালোবাসি;
নিজের মা কে দোষী বলো
           আর ,
           পাড়ার কাকিমা তোমার মাসি!
শোন-
এই যে তোর উন্নত শির,
         আতিথি প্রমাণ অনুভব ,
এর বিচার ও আমিই করি ।
         বুঝলি বেয়াদব ?