ওহে দিনমজুর, ওহে চষি, ওহে ব্যবসাদার ;
সময় বোঝাবে, তুমি কতটা - আপন কার!
আসছে ধেয়ে করোনা ফলের উন্নতমান বীজ,
বন্দী হবে ন্যকামি আর যত কল-কিচ-মিচ।
বাজার আবার মন্দা হবে, বুঝলে ব্যবসাদার ?
সারা দিন জুড়ে টহলদারিতে মানুষের হাহাকার ।
চাষী দের তো ক্ষুধায় মরন , ধান পড়েরবে মাঠে;
দিনমজুরের দিনটা আবার দেখবে কেমন কাটে।
হাড় মাংসে ক্ষুধা মেটাবে ,রক্ত মেটাবে তৃষ্ণা;
ওরে মানব দরদী মন্দাকিনী, আগুনে ঘি আর দিসনা।
পথের ধারে ছোট্ট শিশুর কান্না ভাসবে কতো,
কারো অশ্রু ক্ষুধার জ্বালায়, কারো মা হয়েছে গত।
পথের ধারেই পত্রিকা রবে ,খবর রবে না কিছু;
ছায়া তে তোমার দুমড়ে-মুচড়ে প্রশাসন নেবে পিছু ।
অসুস্থতাও গুপ্ত রবে, ওষুধ দোকান ফাঁকা;
যেন মনে হবে শরীরের পাশে "সিড়ি-চৌপল" রাখা ।
আত্মিয়, আর ,কুটুম্ব সব থাকবে যে যার ঘরে ;
আপনও তোমার পর হবে গো, প্রান বাঁচানোর তরে।