ঝুমুর ঝুমুর নুপুর পায়ে
দেখিনি তোমায় কখনও;
দেখিনি তোমার মুখশ্রী টা ,
মিথ্যে নেশায় সাজানো ।
দেখিনি তোমায় রাঙতে কোনো
বিলিন হওয়া খেলাতে;
তাই ,সুন্দর তুমি রুপের ও ওপারে,
    রাজকন্যের মেলা তে।
বুঝি, দোলের লাগেনি রঙ !
তাই ,মন বড় অসহায় ;
বদ্ধ খেলায় বন্দী মনটা,
  খুশিতে লুটাতে চায়।
বড় বাড়ির রাজকন্যে তুমি।
তাই, রাজার প্রতি শ্রদ্ধা তোমায়;
    পূর্ণতা দিয়ে যায় ।
দেখতে তোমায় মিষ্টি ভারি,
    সজল মনের প্রভাবে ।
অহংকার কে আপন কোরোনা,
     টুকরো হাঁসির অভাবে ।