শেকড় যদিনা পায় কোনোভাবে জল
আগুনের দিকে চলায় তার শ্রেয়,
সমাজের লাইসেন্সটাও নিষ্ফল
বিরোধ বাতাসে ছিঁড়ে চলে মন-দেহ।
গাঁটছড়া বাঁধা বড় বোকাদের ভুল
নীলকণ্ঠের মত অবস্থা যেন
পরাজয় মানে বিষের সকল হূল
বিবেক হারায়, বৃথা হয় সব জ্ঞান ও।
মরণের ভয় কেটে যায় এইভাবে
প্রতিদিন যারা খাচুর খুচুর মরে,
মুক্তির বাণী সে পাখি কিভাবে গাবে
চাতুরীতে ফাঁদ পাতা রয়েছে যে ঘরে।