স্বপ্নগুলো কাটছাঁট হতে হতে
আজ তা খুব শীর্ণকায়
যৌবন দিনের নরম আর সবুজের মিশেল
আজ পৌঢ়ত্বের শুকনো রং করে লেপে দিয়েছে।
তাতে অবগাহনের আরামটুকু উঁকি মারে
প্রতি সকাল সন্ধ্যা।
সমাজবিধির সীমারেখা পার করে হাজির হই
তোমার আশেপাশে
প্রতি মাসের কয়েকটি দিন।
এইটুকু শুধু আমার ঝুলিতে দিও
যে কটা দিন আছি।
আমি জানি
ভারতবর্ষ এখনো এতটা উদার নয়
হয়ত হবে কোনোদিন।
শুকনো গাছের কোন তন্ত্রী দিয়ে বয়ে চলে
কেমন সব রসের স্রোত
সেটাই প্রাণটুকু জিইয়ে রাখে।
ঝণঝার খুব পাশ দিয়ে চলাচল
তোমাকে কষ্ট দেওয়ার মত মনে হয়,
মনে হয় যেন আমার বেঁচে থাকাটা
তোমার গলার কাঁটা।
সেসব জেনেও এগোই।
তোলপাড় করে ওঠে
বাস্তবতার সমস্ত জটিল সমীকরণ।
সব কাজ, বেঁচে থাকা
এক নিমেষে বাজির আসরে লোপাট হয় যদি, হোক।
শুধু তুমি দাগের ওপারে হাজির থাকলে
বাজির সব দান আমার
চিরকালীন।
প্রেমে বুঝি এমনই বেঁচে থাকে কই মাছের প্রাণ?