বিয়েতেই প্রেম পূর্ণ হয়না
বিরহেও প্রেম থাকে,
হারিয়ে গেলেও চোখের থেকে
মন আঁখি দেখে তাকে।
প্রথম প্রেমের স্মৃতি থেকে যায়
ঘোরে ফেরে আশেপাশে,
যেমন বাতাস ছুঁয়ে ছুঁয়ে রয়
প্রতিটি শ্বাস প্রশ্বাসে।
মাথা চাঁড়া দেয় মন-আকাশে তারা
নানান উদ্দীপনায়,
ব্যাস্ত থেকে সে টেনে নিয়ে যায়
অতীতের আঙিনায়।
এ কোন আগুন, পোড়ার মাঝেও
আরাম-বারি ঢালে,
কখনো আবার চুনকালি দেয়
বর্তমানের গালে।
মাথা থেকে হয় হিসাবের কাজ,
প্রেম অন্তরে বসে,
ভালবাসা এক জগত গড়ে
স্নেহ দিয়ে হৃদ-রসে।
মাথার শাসন খাটেনা সেখানে
বিচার, সাজাও অন্য,
আবেশ-মাধুরী আসল সত্ত্বা
প্রেম নয় মোটে পণ্য।
তা না হলে কেউ কেন পুষে রাখে
কত দশকের আগে
যা ঘটেছে তার ভাঙাচোরা কথা
কেম মনে প্রায় জাগে?
মাথা কি চায় না ধুয়ে মুছে নিতে
অমিল হিসাবখানা?
হৃদয় বেচারা বলে, "এ সুত্র
আমার কাছে অজানা।"
# আবৃতি লোড হচ্ছে খুব শীঘ্র, সাথে থাকুন।