নকল ঠেকাতে কত কড়াকড়ি
কত ক্যামেরার চোখ,
পুলিশি টহল, আইনি ধারা,
হে আইন, জয় হোক।
শত বাধা তবু দেদার নকল
হচ্ছে পরীক্ষাতে,
পরিচিতি মেনে নকল আসছে
ছেলে মেয়েদের হাতে।
কখনো টাকার তেলে খুলে যায়
বিধিনিষেধের মুঠো,
পয়সার ভাত ছড়ালে শাসন
ক্ষমতাও হয় ঠুঁটো।
নকল করা যে ছাত্র হবে
আগামির পাঠদাতা,
খোকা খুকু সব গরু মোষ হবে
শুনে রাখো পিতামাতা।
যত দিন যায় তত ঢিলা হয়
শিক্ষার টেকনিক,
এ বিষ গাঙিনে সাঁতার কাটলে
শিশুরা হারাবে দিক।
# আবৃত্তি লোড হচ্ছে খুব তাড়াতাড়ি।