যতবার ভুলে থাকতে চেয়েছি তোমাকে
তত বেশি তুমি জরিয়ে নিয়েছ তোমার অপ্রতিরোধ্য মায়া শক্তি দিয়ে।
তোমার চলা দেখব না বলে যতবার চোখ রেখেছি স্রোতের পিছনে
ততবার তুমি স্পষ্ট হয়ে গেছ
আনাচে কানাচে।
সব স্মৃতিকে তালাবন্দী করে ফেলে দিয়েছি চাবি চোখ বোঁজা দিগন্তে,
অথচ বেয়ারা পা অজান্তে চলে গেছে সেদিকেই
চুম্বকের আবেশে উঠে এসেছে হাতে চাবি।
আবার বেঁচে গেছে সমস্ত মৃত লাশগুলি।
এ কোন রুক্ষ রোদ
যার অনুতে পরমাণুতে সঞ্জীবনী স্রোত বয়,
একবার মারলে শতরুপে বেঁচে ওঠে আরো বেশি প্রাণশক্তি নিয়ে।
সম্ভব-অসম্ভব, উচিত-অনুচিতের কোনো ধার ধারে না,
মরূভূমির মাঝে আমৃত্যু জাগিয়ে রাখে এক চোরা মরুদ্যান।
যা প্রকাশ পেলে তলোয়ার সজাগ হয়ে ওঠে-
নানাভাবে,
এই কি ভালবাসা?
নাকি অন্য কিছু
জানা নেই.....
BRAMHAPUTRA MAIL
DELHI TO FARAKKA
3rd April, 2016