জীবন বহিয়া চলে কভু দেয় কভু ছলে
কভু স্থির রাখে তার বাক।
চলার শাসনে রথ খুঁজে পায় তার পথ
চলে চলে সব হয় খাক।
'জীবন বলে কাহাকে?' এ প্রশ্ন ঝুলিয়া থাকে
নানা জনে নানা রং আনে।
কেহ বলে 'বেঁচে থাকা' কেহ বলে 'প্রেম মাখা',
কেহ বলে 'মাতো, প্রভু গানে'।
কেহ সংসারখানা ভাবে 'আয়েশ বিছানা'
জরাজরি দিনপাত করে।
কেহ সংসার বিনে নিজেকে লইতে চিনে
'লোক-সভা' হতে যায় সড়ে।
আসলে জীবনটায় কি মধু যে আটকায়
কিভাবে তা করা যায় পান?
ধোঁয়ার চাদরে মোড়া উত্তর খুঁজিতে মোরা
'না-পাওয়ার' জলে করি স্নান।