সাধারন, যারা ফসল ফলানোর মন্ত্র জানে,
যারা সবুজ ভালবাসে,
আত্মার আত্মিক বন্ধনে জরাজরি করা মুহূর্তকে যারা ভালবাসে,
সবার পাশে থাকাটাই যাদের স্নান, খাওয়া, বিশ্রাম,
দারিদ্র্যে ভেজা ভাঙাচোরা আস্তানায় যাদের সুখের দিনগুজরান,
তারা মানুষের হিংসার নীচে চাপা পড়ে থাকে,
পিছাতে পিছাতে পিঠ ঠেকে যাবার পর
তারা দেখে
ভোট আসছে,
দিন বদলের পালা আসছে,
সাময়িক উত্তেজনায়য় চিকচিক করে ওঠে
ক্লান্তিময় চোখগুলি।
আমরা আনন্দে ফসল ফলাব,
ফসলের দোলায়িত পাতার আদর মেখে
ফসল তুলব ঘরে,
হৃদয়ের খনি থেকে উপড়ে এনে সেগুলি বেচতেও যাব,
এবার হয়ত ন্যায় দাম পাব,
আধ-খাওয়া, না খাওয়া চোখ মুখগুলিতে
হাসির তরঙ্গ খেলবে;
বউটা পাবে একটি আটপৌরে কাপর;
গাঙের ধারে মেলায় গিয়ে ছানাপানা নিয়ে
জমিয়ে খাওয়া যাবে : চপ, মুড়ি, পেঁয়াজি আর জিলিপি।
কিন্তু-
এসব হয় না।
ন্যায় আসে না দামে,
নানা অজুহাতে লুটে যায় চাষা।
হৃদয়ে ঘূর্নায়িত স্বল্পগুলো
অবহেলায় ছটফটিয়ে মড়ে;
ঘোর থেকে বেরিয়ে আসে
কালো কঙ্কালসার মুখগুলো,
শিরা উপশিরা হয় টানটান
দাঁতের চোয়াল হয় শক্ত,
শত শত তেজী হুঙ্কার বেরোয়
দরদর ঘামবিন্দুর মত।
গগনবিদারী নাদে ঘোষিত হয়
'চাই দিনবদল,
চাই ন্যায্য অধিকার।'