কত হাহাকার
ব্যাথার পাহাড়
জমে রয় গাঁ শহরে,
নির্যাতিতার
এই ক্ষতি তার
জীবনাবর্তে ঘোরে।
শতেক হাজারে
আঁধারে বাজারে
লুটে চলে কত নারি,
কেশ এজলাসে
ওঠে; রায় আসে
যাদের পাল্লা ভারি।
দেহের অধিক
মন পায় ধিক
ক্রমে তা জমাট বাঁধে,
আশেপাশে যারা
ঘোরে ফেরে তারা
আরো চাপ ফেলে কাঁধে।
কত কাল যায়
ভরাতে এ ঘায়
ভুক্তভোগীরা জানে,
হাহুতাস করে
সব যায় সড়ে,
কেবা ন্যায় তার আনে?
এককালী টাকা
দিয়ে হয় ছাঁটা
জনতার ফুঁসা বুলি,
রুখে যায় কেশ
কমে বিদ্বেষ,
চোখে পড়ে নিই ঠুলি।
ধূলোর পরত
গড়বে বসত
অতীতের ঘটনাতে,
ভুলে যাবে লোক
তবে যার শোক
ছিল; র'বে তার সাথে।