এত কি অবুঝ, বুঝি না কিছুই কাদের কোন খাতিরে,
ধর্ষণ হলে মাফ দেয়া যায় লাটসাহেব নাতিরে?
কিলবিলানো ঘুণ পোকারা দখল করেছে ভিতর,
তোমার অধিক বলশালী তারা, কিভাবে খাটাবে জোর?
চায়লেও কিছু হবেনা; তাদের, সজোরে ছুটছে ঘোড়া,
এখন তো তাও নড়াচড়া কর, ক'দিনেই হবে খোঁড়া।
চেতনার আয়ু মাপে না সঠিক, বয়সের মাপনীতে,
বিষ দাঁতে পিশে চলল বেচারি সম্মান হানিতে।
যাকে রক্ষিতে আদরের ভাষা, অঢেল সোহাগ ঢালা!
আরো বেপরোয়া করবে তাদের, হবে বিষাক্ত মালা।
ধর্ষণকারী 'দুষ্টু' ছেলেরা পাচ্ছে অঢেল মায়া,
তোমার চলাকে তবলা বললে 'দুষ্টুরা' তার বায়া।
দুই দশ করে সহস্র লাখে 'দুষ্টুরা' ছেয়ে যাবে,
অলি-গলি নয় 'দুষ্টুমি খেলা' রাজপথে শোভা পাবে!
থেকে থেকে সয়ে যাবে সব চোখে, বোধ থাকবে না কানে,
'ধর্ষণ ' কেটে 'দুষ্টুমি' হবে এ দেশের অভিধানে।