আনাচে-কানাচে, গ্রন্থিতে গ্রন্থিতে
জমে উঠছিল কত রঙ,
শুধুমাত্র তোমাকে আঁকার জন্য;
অথচ শেষমেশ তুমি আঁকা হয়ে গেলে
অন্যের রংতুলির আঁচড়ে।
নতুন পটে শুরু হল তোমার হাঁটাচলা
শরীর ভারী হয়ে ক্রমে,
ছড়ালে ডালপালাও,
তোমার রূপ রস শুষে নিয়ে
সম্পৃক্ত হয়ে উঠল নতুন ডালপালা,
সে তো বিশ বছর আগের তুমি,
তারপর বহূ ঝড় বয়ে গেছে তোমার উপর;
এখন তো আর তুমি
পরিপাটি বিছানা নও,
যে খুব সজাগ পাহাড়ায় আছ।
এখন তো জানালার কোল ঘেঁষে
দু'চারটি জীর্ণ লতাগুলি
বাইরে আসতে দিতে পারো;
অপেক্ষমাণ দুটি বৃদ্ধ চোখে
এক সমুদ্র মিষ্টি জলের বন্যা নিয়ে আসতে পারে
এইটুকুতেই।।
এটাও কি বড় বেশী চাওয়া?