কবিতাকে আর ভাল্লাগে না
কবিতার গায়ে গন্ধ,
কাগজে টিভিতে চোখ রাখলেই
গোছান হিসাব মন্দ।
দিকে দিকে চুরি, ধর্ষণ আর
মামলা-মোকদ্দমা,
খেটে খাওয়া লোক পিশে মারবার
ব্যবসার রমরমা।
গরীবের খুনে এতটাই স্বাদ
হাজার জিভে তা চাটে,
গরীর মারার ষড়যন্ত্র
করে করে কাল কাটে।
রাজনীতি আজ স্বার্থনীতি
দেশের কথা কে ভাবে?
এমন নীতির দেবীর আলয়ে
কেবা সুবিচার পাবে?
'চুষে খাব' এ নেশায় যদি
চলে শাসনের লাঠি,
কোনোকালেই ছুটবে না দেশ
যাবে ধীরে হাটিহাটি।