ক্লান্তির শেষ পথে কোলাহল মাঝে ।

মৃদুময়ী নুপুরের ঝংকার বাজে ॥

আকাশের মাঝে মাঝে বরফের প্রায় ।

মিঠে সুরে রোদ্দুরে কে যে গান গায় ॥

মৃদু সুর ভেসে এলো বিস্মৃত কানে ।

সাক্ষাতে আশারাখি সুর তোলে প্রানে ॥