রাতটা পূর্ণ জ্যোৎস্না ভরা।
অন্ধকারের ছায়া আজ নিভৃতে কাঁদে।
চাঁদের আলো মুখর রজনীর দ্বারে
উকি মারে বারে বার।
নিশাচর পাখি চাঁদের আলোকে দূরে ফেলে -
কারণ অকারনে ডানা মেলে।
মাঝে মাঝে কর্কশ পেঁচা টা
ডাক ছাড়ে প্রেতবৃক্ষে।


আবছায়া জ্যোৎস্না আলোয় -
খোঁচা মারে কাতুরে ঘুমের স্বপ্ন।
লোভী মন ছিঁড়ে দেয় ক্লান্তির ঘুম
লাল নীলের স্বপ্নের মাঝে।