আমার প্রিয়তমা !
তোমার কাছে আমি চাইছি ক্ষমা।
কতদিন তোমায় দেখিনি -
দেখিনি তোমার চোখের রহস্য,
আর ভাব মহিমা।
খোঁজার চেষ্টা হয়েছে বৃথা,
তবু বলি তোমায় একটি কথা।
মরু পর্বত সমুদ্রের মাঝপথ,
কত হিমাচল গঙ্গা -
কত খুঁজেছি প্রিয়তমা !
হৃদয়ের কথা বলার ছিলনা -
ছিলনা কোনো মনের দেওয়া-নেওয়া।
তবু তোমায় এখনো দেখিনি।
আশা করি তুমি আসবে আমার মনের অন্তরে ॥

13.11.2017