ভাঙড়ে আজি খুশির নেশায় ভাঙড়ে লোহার খাঁচা ।

নাহলে তোর দায় হবে যে সহজ করে বাঁচা ।

হিংসা পথে সর্বনেশে খেলছে হাজার মানুষ,

বিদ্যে নিয়ে ভাঙছে কানুন হচ্ছে বেহুশ ।

মিথ্যে দোষে কারাগারে পচছে জীবন বন্দি,

আলোর ফাঁকে একটু বাঁকে ফাঁদছেন নতুন ফন্দি ।

অর্থহীনের ক্ষুব্ধ নেশায় খুনোখুনি আর হানাহানি ।

একটু খারাপ বাক্যস্রোতে চলছে এদিকে কানাকানি।

শান্তি পতাকা উপড়ে ফেলে হানছে দাঙ্গার রাজনীতি,

আনছে পথে শিরশ্ছেদ ভুলছে ভালোবাসা প্রীতি।

আলোর পিছনে অন্ধকারে ফেলছে পথের অন্ধজনে,

শিক্ষা কি এই শিক্ষা ! স্বীকার যে কেউ মর্ম হারে।

মিথ্যা বড়াই শান্তির দেশ অশেষ দুঃখ জমাট বাঁধা।

কর্ম খুঁজে বর্ম বেচে অন্য পথে শরীর বাঁধা ॥