জোনাকির আলো যেন লণ্ঠনের আলো ।
জলে আর নিভে দমকা হাওয়ার ভিড়ে ।
পাখিদের নীড়ে॥
কেউ কি দেবে আশ্রয় আঁধারের পথে ।
যদি যেতে যেতে হঠাৎ দেখা পাই জোনাকির ।
ঘন কুয়াশার রাতে তুলে নেবো হাতে ।
যদি আরো হয় কুয়াশার ভিড় ॥
যদি যেতে যেতে হঠাৎ দেখা পাই জোনাকির ॥