ছেড়ে যাওয়ার কথা ভাবতেই
কেন,নিঃশ্বাস হয় ঘন
পৃথিবী যেন এলোমেলো হয়,
আলোয় দেখি সবই তমসাচ্ছন্ন।।
মনের সব আশা আকাঙক্ষা
কাঁচের মত ভেঙ্গে হয় চুরমার
যুবক হয়েও আজ কেন চলার গতি
ঐ সত্তর উর্দ্ধ বৃদ্ধের ন্যায় আমার ? ।।
আর পাঁচ জনের মত পারিনা দেখাতে
লোক দেখানো ভালোবাসা
জানি এটাই হয়ত পীড়া দেয় তোমায়
জন্ম নেয় নিরাশা।।
অব্যাক্ত কথাগুলো বলতে গিয়েও
বার বার গলায় বাঁধ সাধে
পরিমাপ করলেনা ভালোবাসার সীমানা
মিথ্যে অনুরাগে।।
নানান আভিযোগে অভিযুক্ত হয়েও
এর কোন প্রতিবাদ করবো না
কষ্ট শুধু একটাই, ভেবেই গেলে সারাজীবন
হয়ত তোমার মূল্য দিলাম না।।