আহ্ ভেসে আসে কান্নার শব্দ
কি হল! কি হল! ঘটনা বুঝার আগেই
শুনি, ও বাড়ির রহিম মরেছে, কিছুক্ষণ পূর্বেই।।
তাই কাঁদছে সবাই উম্মাদভাবে
আমি ভাবি এর দশ দিন পর কি হবে?
এত বাজনা, কিরে তোড়া
দাদা, ঐপাড়ার রমেশ দিয়েছে ডাক্তারি পাশ
ও তাই বুঝি এত উল্লাস।।
শুনেছি দাদা, গ্রামের লোকদের
একবেলা পেটপুরে খাওয়াবে
ভাবি আমি তাইতো এর দশ দিন পর কি হবে?
বিয়ে বাড়ি, এত সাজসজ্বা
চোখ ধাঁধানো লাল-নীল আলোর ঝলকানি
দুটি মনের মিলন অনুষ্ঠানে বাজছে মঙ্গঁল ধ্বনি।।
হাতে শাঁখা, মাথায় সিন্দুর আজ সর্ম্পকের নাম পাবে
আমি ভাবি,এর দশ দিন পর কি হবে?
প্রেম এসেছিল, আবার চলেো গেছে
ঐ কালবৈশাখী ঝড় হয়ে,
জানে কেবল কোলের বালিশটা সে খবর
যাতে নিরব অশ্রু গেছে বয়ে।।
জীবন বিষাদময় ছুটি নিয়ে তাই পালাবে
আমি ভাবি,এর দশ দিন পর কি হবে?
চাকরি গেছে চলে
মাথায় একঝাঁক দুঃচিন্তা নিয়ে বাসায় ফেরা
ঘুম বেইমান,চোখে দেখি অন্ধকার ফোয়ারা।।
জীবন যুদ্ধে সে এখন কোন রণক্ষেত্রে দাঁড়াবে?
ভাবি আমি এর দশ দিন পর কি হবে?
স্বাভাবিকতায় মানব জীবন
স্বাভাবিকতায় ঐশ্বরিক বর,
তাই পৃথিবীর নিয়মে পৃথিবী চলবে
এইখানেই আনন্দ-কষ্টের অবসান ঘটবে
আর সবকিছু স্বাভাবিক হবে, দশ দিন পর
২২/০৭/২০১৬