দেবে কেউ, একমুঠো বুনো অন্ধকার
আমি দাম দিব সব থেকে বেশি মোহর
যাতে থাকবে না কোন জোৎসনার আলো
উকিঁ দিবে না কোন জোনাকী
দেখব আমি দু’চোখ ভরে,
শুধুই একাকী।
পৃথিবীর এত আলো দেখে, এখন বড় ক্লান্ত
চারিদিকে মিথ্যে প্রলোভনের আলোয় দেখি,
ছেঁয়ে গেছে পথ-প্রান্ত।
তাই দেবে কি কেউ একমুঠো বুনো অন্ধকার
আমি দাম দিব সব থেকে বেশি মোহর
ঘরে ঘরে আজ প্রজ্জ্বলিত আলোর মশাঁল
ঘোঁচাতে অন্ধকার
মনের কোণের আধাঁর ঘোচাতে
আমি কি করি ব্যবহার ?
আশার আলোয় ঝলসাঁনো চোখ
বাস্তবতার কাছে হার
তাই আশার আলো থেকে পরিত্রাণ পেতে প্রয়োজন
একমুঠো বুনো অন্ধকার।
০৩.০৯.২০১৮