কত নির্ঘুম রাত আমি কাটিয়েছি
প্রহর গুণেছি আঙ্গুল দিয়ে
বিশ্বাস ঘাতকতার প্রতিটি ছোবলে
বেঁচে থারার ইচ্ছেটুকুও গিয়েছিল ফুরিয়ে
নিথর নিস্তব্দতার মাঝে কারও অট্ট হাঁসির শব্দ
যখন কানে বিধছিল কাঁটা তারের মতন।
তখনই কাছে পেয়েছিলাম প্রিয় বন্ধুরুপী একটি হেড ফোন।

নিঃশব্দে কত যে ফেলেছি চোখের জল
রঙ্গীন পানি আর সিগারেটের ধোঁয়ায় জীবন করেছি অচল
মুখভরা দাড়িতে নিজেকে পারিনি নিজেই চিনতে
অবহেলা-অপমানে মৃতের মত কাটছিল জীবন
দুঃখ ভুলাতে সাথী হয়ে ছিল তুমি হেড ফোন।

একটু সস্তির আশা নিয়ে
রাতের পর রাত তোমায় কানে খাটিয়ে
বিভিন্ন গানে ঘুমিয়ে পরেছি কখন
সকাল বেলাতে ঘুম ভেঙ্গে দেখি
তখনও আছো কানে বন্ধু তুমি হেড ফোন।

চৌদ্দ বছরের সর্ম্পকের ঘটিয়ে অবসান
অন্যের হাতটি ঝাঁপটে ধরেছিল সেই বেইমান
তখন নিবর আগুনে নিজেকে পুড়িয়ে,
অঙ্গাঁর করেছি মনের সবুজ বন
তখনও বন্ধু হয়ে পাশে পেয়েছি তোমায় হেড ফোন।

হয়ত যান্ত্রিক এই ডিভাইসটিকে লোকে বলবে ক্ষতিকর
কিন্তু কেবল সেই বুজবে এর মর্ম,যার জীবনে বয়ে গেছে এরুপ ঝড়
যখন মানুষের প্রতি বিশ্বাস হারিয়ে
পাথর হবে এই অবুজ মন
যেন রেখ তখনই প্রয়োজন পড়বে
তোমারও একটি হেড ফোন।।
২০/০২/২০২০ইং