অবৈধ?
কিসের জন্য অবৈধ?
কার জন্য অবৈধ?
কি অবৈধ?
সৃষ্টিকর্তার কাছে যদি সেইটা হয় বৈধ
তাহলে আমাদের আছে কি অধিকার তা বলি অবৈধ?
বিয়ের আগেই ভালোবেসে কেউ যদি হয় অন্তঃসত্ত্বা
তাহলে সমাজ কেন দেবে তাকে অবৈধতার তকমা,
ও ধর্মীয় রীতিতে বিয়ে হয়নি তাই, নাকি পেট পুড়ে না খাওয়ার যন্ত্রণায় ?
বিঁয়েটা শুধু নয় লোক দেখানো মন্ত্র বা কালেমা উচ্চারণ
বিয়ে হল দু’টি আত্মার মিলন,
ভালোবাসার ইঁট দ্বারা নির্মিত কোন সর্ম্পক
যা লোক চক্ষুর আঁড়ালে হয় পরিপক্ক।
যার টানে একে অপরের কাছে আসে, হয় মিলিত
জন্ম নেই নতুন সৃষ্টির।।
তাহলে সেই সৃষ্টি কিভাবে হয় অবৈধ?
এই সমাজ স্বীকৃতি দিল না বলে, না-কি অন্য কোন কুঁট ছোঁবলে।
নিজ ধর্মের কট্টোর ধার্মিক আমরা
কিন্তু ভাবলাম কি একরারও !
অবৈধ যদি মনেই করতেন বিধাতা, তাহলে জন্ম হত কি এই নতুন সৃষ্টির?
তিনি নিশ্চয় বুঝেছেন অবৈধ নয় এটি।
তাই তো জীবের মধ্যে বসিয়েছেন ভালোবাসার খুটিঁ।
তিনি জীবের কোন ভেদাভেদ করেনি,
করেনি কোন সমাজ ব্যবস্থার গোড়াপত্তন।
মানুষ তার নিজেদের স্বার্থে মানবতাকে ভেঙ্গে করেছে চুরমার,
শান্তি ছেড়ে অশান্তিকে করেছে অহবাহন
তৈরি করেছে সমাজ, যা পশু-পাখির মধ্যে নেই।
এই কারনে তাদের মধ্যে আজও অবৈধতার ভ্রুণ জন্ম নিতে পারে নি।
তাই অবৈধ বলে করো না কাউকে লাঞ্জিত, দিও না আত্মহত্মার পথে ঠেলে
এস অবৈধকে বৈধতাই রুপ দিতে প্রতিকার খুঁজি সবাই মিলে
তাহলে প্রকৃতভাবেই এই সমাজ পাবে খুজেঁ তার স্বার্থকতা ।
আর প্রকাশ পাবে সেই সকল বিশ্বাসঘাতক, অস্বীকারকারী, পলায়নকারীর কাপুরুষতা।।
২৯/১২/২০১৯