তন্ময় আজ অনেক দিন পর
        তোকে নিয়ে কচুরি খেলাম
তুইও হয়ত স্বাদ পেলি গাঢ় বন্ধুত্বের
    আমাকে একা ভালোলাগে না
ওরা বন্ধু নয় ,
জানিস..
  ওরা আমার মনের কথায় বোঝে না
আচ্ছা তন্ময় তুই আমার মন বুঝলি কি করে ?
   জাদু জানিস বুঝি
         না না জাদু কেনো
হয়ত সেটা তোর প্রতি আমার , আমার প্রতি তোর
                    হৃদয়ের গাঢ়ত্ব
  হয়ত একটু বেশীই বলে ফেললাম তাই না
          রাগ করবি বুঝি
                  জানি তুই রাগ করিস না ..
তোকে শান্ত মেজাজে খুব ভালো দেখায়
       তুই আমায় রোজ বলিস..
তোর চেহেরা নাকি ভালো না
     চেহারা ভালো খারাপে কি আসে যায়
বন্ধু হতে গেলে ভালো মনের মানুষ হতে হয় ।

তন্ময় অনেক দিন হলো
        তোকে নিয়ে সেই কচুরি খাওয়া
চলনা আর একবার জিরিয়ে নিই মন
      জানিস রে আজকাল পকেটে টাকা থাকে না
তোর অবস্থাও সেই রকমই
       তাতে ক্ষতি নেই চলনা
আর একবার খায়  ।

     শুনলাম তুই কয়েকদিনের মধ্যেই চলে যাবি ..
মাসিমা কাল ফোন করেছিলো
   একবার বলেছে যেনো গিয়ে দেখা করে আসি

জানিস তন্ময় তোর বাড়ি গেলে
             আমি সন্তান হয়ে উঠি ...
তোর মায়ের সন্তান ।