ফুটপাত দিয়ে হেঁটেগেলে বুঝতে পারি পথ শিশু আর আমার মধ্যে ফারাকটা । আমি আকাশের দিকে দেখছি প্রতিনিয়ত ।
ছোট্ট লিক্ লিকে হাতগুলো কেমন মাটি থেকে খাবলে তুলে নিচ্ছে খাবার । আমি দেখেই যাচ্ছি প্রতিনিয়ত আকাশের দিকে
কি করে শিঁড়ি ডিঙেয়ে উপরে ওঠা যায় ।
জানিনা কতটা বসন্ত পার হলে শিশুগুলো আকাশের দিকে তাকাবে , হয়ত ওরাও একদিন বাজার থেকে স্যান্ডউইচ কিনে খাবে ।