খুব যত্নে লিখছি গল্পটা ,
এটাই তো কিষাণদের রোজের কথা ।
ওরা ফসল ফলায় , ধান কাটে ,
তবুও ওদের লঙ্কা ভাতে দিন কাটে ।
ওরা সব দুর্বল যত ,
তাই তো ওদের যন্ত্রনা শত ।
ওরা তো আর খাতা কলম বোঝে না ,
হঠাৎ করেই বাড়ছে যন্ত্রনা ।
ওরা কারো শত্রু নই ,
বন্ধু আপন ভীনগ্রহী তো নয় ।
ওরা দারিয়েছে ভোটে আজ ,
চারিদিকে পড়ছে বাজ ।
সব কথা ভুলে আজ
কিষানদের মাথায় তুলে দাও তাজ ( শংসাপত্র ) ।