আমাদের কলেজের একটা গ্রুপ আছে ,
সেখানে আমি আছি , সুব্রত আছে সবে মিলে চোদ্দো ,
কেউ গিটার ভালোবেসে জেমসের গান শুনে দিব্যি
কবিতা দিয়েছে অনেক তবুও
কবিতা ভালোবেসে ছন্নছাড়া হলাম বই কি ।
(কারো আবার রোদ্দুর হবার শখ , যে রোদ্দুর নাকি জাম আর জামরুলের পাতায় হালকা একটু হাসির মতো লেগে থাকে )
কেউ অমল হতে চায় ,অমলকান্তি তো নয়
অমলকান্তি হয়ো না ,রোদ্দুর আদেও হবে কি না ।
কেউ আবার প্রেমিকার কথায় বদঅভ্যেস ছেড়েদিলো
তাই দেখি দিব্যি ছেলেটা নেটে পাশ করে গেলো ।
আমাদেরই গ্রুপের লম্বা ঢ্যাঙা ছেলেটা
ফুটবল ভালোবেসে পায়ের অবস্থা করল যা ।
আমাদেরই সঙ্গের আর এক বন্ধু
নীল ছবি দেখে দেখে মস্তিস্ক করেছে কাবু
সোমেনের কথা ডাইরেক্ট তুললাম ,
ছেলেটাকে দেখি , কথা বলে খুব বেশি ,সঙ্গে থাকে কম ।
আর এক বন্ধু মেহেবুব পোদ্দার
রাষ্ট্র রাজনীতির কথা উঠলেই ছাড়
এসব নিয়ে ভাল্লাগেনা আর ।
আর এক ছেলে টিউশন পড়ায় দিব্যি
মায়ের বড্ড জ্বর ঔষধ লাগবে বই কি ।
অল্পতে দিন চলে না , দেশের কথা বাদ দিলাম
দশের কথা লিখি , এই আমাদের গ্রুপ
এখানে সবাই থাকে যে যার মতো , সবাই টানে রংতুলি
হালকা বিকেলে একদিন হারিয়ে যাব জানি তাই রোদ্দুর হয়ে ঝুলে থাকি ।