আকাশ আবার তোমায় চিঠি দিচ্ছি
এবার তোমায় বলব না যে ,
আকাশ তুমি মেঘদের বলে দাও তারা যেন ঝরে পড়ে আমার প্রেয়সীর গায়ে ।
জানো আকাশ প্রেয়সী আজ নেই ,
তবু কাকে যেন দেখলাম
ছাদের উপরে চুপটি করে বসে থাকতে ।
প্রেয়সীর মতো সেও আমার দিকে তাকালো
ও বুঝি প্রেম করতে চায় ?
প্রেম ! প্রেম ! শুনেছি প্রেম যে একবারের বেশী হয় না
আকাশ তুমি বলোনা , একটি বার বলো ।
জানি তুমি বলবে না , কারণ ওখানেও প্রেম হয়
কত নক্ষত্র ভালোবাসে গ্রহদের ,
গ্রহরাও কাছে টেনে নেয় তাদের আপনজন কে ,
হয়ত সেই মেয়েটিও চায় আমায় প্রাণপনে পেতে ।
জানো আকাশ মেয়েটিকে কাল আবার দেখলাম
ও আমায় কথা বলল না , শুধু তাকালো , তাকিয়েই গেলো
আমি নতুন কিছু অনুভব করলাম
সে চোখ যে আমার চেনা , অনেক চেনা ।
আকাশ আজ তোমায় যা বলব বিশ্বাস করবে না
জানো ও কথা বলে না , শুধু তাকায় তাকিয়েই যায়
ওকে ছোঁয়া যায় না , শুধু অনুভব করা যায়
ও শুধু প্রেম করতে চায় , শুধুই প্রেম ।