অন্ধকার রাস্তা ধরে
চলছে আমার গাড়ি
হঠাৎ দেখি রাস্তার মাঝে
প্রকাণ্ড এক পোড়া বাড়ি।
খটকা লাগলো মনের ভেতর
এলাম আবার কোথায়
সামনে আমি চেয়ে দেখি
রাস্তা যে আর নাই।
দরজা খুলে বের হল
সশস্ত্র একদল ডাকাত
বুঝতে পারলাম এর ভেতর
আছে চালকের হাত।
সঙ্গে ছিল দামি জিনিস
আর প্রচুর টাকা
সবকিছু কাড়িয়ে নিয়ে
করল আমায় ফাঁকা।
সবকিছু হারিয়ে আমি
হলাম দিশেহারা
অন্যদিকে ডাকাতদল
করছে ভাগ বাটোয়ারা।
ভাবলাম আমি খবর দেবো
থানা পুলিশকে
মুক্তির পথ কিন্তু আমি
খুঁজে পাচ্ছি না যে।
ডাকাত দলের জেরায় আমি
হচ্ছি জেরবার
হুঁশিয়ারি দিচ্ছে আমায়
পুলিশে খবর দেবেন না আবার।
ভয়ে আমার প্রাণ যায় যায়
করবোটা আর কি
ডাকাত দলের পাল্লায় পড়ে
এবার প্রাণটা গেল বুঝি!
প্রাণভিক্ষা চাইলাম আমি
সর্দারের কাছে
দেখি শেষে ডাকাত দল
মুক্তি দিল আমাকে।
ছাড়া পেয়ে ফিরছি আমি
রাত সাবাড় করে
ঘটনা শুনে বাড়ির সবাই
বলছে,"তুই কি বোকা রে"।