আমি আধুনিক কবি
লিখি অনেক কবিতা
পাঠকেরা নাই বা পড়ল
তবু ভরিয়ে দিই পাতার পর পাতা।
ছন্দহীন,তালহীন কিছু কথা
বুঝে না 'সমঝদার' পাঠক
তাতে কি আসে যায়
আমি যে আধুনিক কবিতার বাহক।
এলোমেলো শব্দের সমাহার
বই প্রকাশ হবে বইমেলায়
প্রকাশক মেলে না
বই ছাপি নিজের টাকায়।
বছরে একটা কবিতার বই
ছাপতে হবেই হবে
আধুনিক কবির তকমা
তাহলে জুটবেই জুটবে।
বই কিনতে চায় না কেউ
পুশ সেল ভরসা
না পারলে ফ্রি তে দিই
আছে বুক ভরা আশা।
এদিক ওদিক কবি সম্মেলন
পাঠ করি নিজের কবিতা
গর্বে ফুলে ওঠে বুক
নাই বা থাকল শ্রোতা।
সরকারি পুরষ্কারের ছড়াছড়ি
পঞ্চায়েত থেকে শুরু
সংবর্ধনা পাব কোথাও না কোথাও
বলেছে যে আমার গুরু।
আমি আধুনিক কবি-'বুদ্ধিজীবী'
লোকে চেনে না আমাকে
তাতে কি আসে যায়
কে আটকাবে আমার 'হবি' কে।