কবিতা আমাদের বাজারিয়া করে তোলে একটু একটু করে । বোধ , বুদ্ধি জ্ঞান হারিয়ে আমরা খুঁজি শব্দ ---
শব্দ থেকে টাকা , টাকা থেকে নাম সম্মান
সম্মান থেকে বউ ছেলেমেয়ে মেয়েছেলে সবই ভিড় করে ।
জীবনে যা স্বপ্ন দেখি রোজ ,
আজ কেমন যেন তাদের নাগাল হাতের কাছে মনে হয়
দু কদম এগিয়ে যাই --
পা ফেলে পা মেলাই -- মনে হয় পেয়ে গেছি সব ।
পৃথিবীর অন্য কোণে একটা দড়ি ঝুলছে
অথবা গিলটিন যন্ত্র ---
একটা মন্ত্র বিষাক্ত ; মানুষ মারবার
অথবা এটলিস্ট একটা শব্দ : অনুপ্রবেশকারী ।
ওরা খাবার খুঁটতে বেড়োয় ঘরের দোরে
এঁটো কাঁটা চেটে নিয়ে যায় ---
একদিকে শিল্প গিলটিন হলে যে থুথু লালা হয়ে চাটতে বাকি থেকে যায় ; ওরা সেই লালা চেটে খায় পেটের যন্ত্রনায় ।
ভারত দাঁড়িয়ে দ্যাখে , দু পক্ষের জীবন
কাঁটা তার টেনে যুদ্ধ যুদ্ধ খেলে রাজা দু দেশের মাটিতে
কিন্তু ঘরের মধ্যে তারের দুপাশের যে যুদ্ধ হয়ে চলেছে সেটা দেখতে কেউ আসেনা , ভিড় জমায়না কোনদিন ----
কবিতা আসতো সেকালে , এখন সেও বাজারিয়া করে দিয়েছে কবিদের ।