উষ্ণ আগুনের উত্তাপ , প্রচন্ড একটা চাপ
ধীরে ধীরে আকার নেয় ; গোলাকার একটা ছবি ।।
লোহার চিমটার কামড় ; ভীষণ অসহ্য
তবু স্বাদ তো আর এমনি আসবে না -
কষ্ট করলে তবেই না কেষ্ট মিলবে ।।
পুড়ে গেছে পুরো শরীর ; কোথাও ফোস্কার দাগ
যন্ত্রনা ভয়ানক ; তবু নীরব মুখে
সহ্য করতে হবে সব ; বড় হতে হবে যে তাকে ।।
সেই ছোট্ট গোলা এখন বেশ বড় ,
ঠিক যেন একজন যুবক----
সবাই তাকে বেশ চিনেছেও এখন ; রুটি নামে ।।
ভারি মিষ্টি , অপরূপ গুন ; দারুন দেখতে
তবু সংসার তো ; পেট ভরাতে
তাকেও ছিঁড়ে টুকরো হতে হবে আজ ।।