বলতে পারো , সত্য আজ এত সস্তা কেন ?
বলতে পারো , মিথ্যে হয়েও মুখোশধারীদের
আজ জয়জয়কার কেন ?
দেখাবে যেমন মানুষ তোমায় ,
তুমিও তাই মানবে ;
আর যাকে তুমি চিনে এলে বছর ঘুরে
তার সততাটুকু কোন অজুহাতেই দূরে তুমি ঠেলবে -
এই কি তোমাদের উচিত বিচার !!
ভালোবাসা , এক মহৎ বন্ধন
হৃদয়ের সাথে মনের --
অথচ তোমরা তাদের মেনে চলবে
যারা তোমায় লোভ দেখালো নিজের দেহের ।।
সঙ্গম , চুম্বন ,শরীর -- তিন সত্য ভালোবাসার
অদ্ভুত হলেও তবে বলতে হয়
নারী চরিত্র হাজারো গোলকধাঁধায় ঠাসা ।।
প্রশ্ন তো অনেক ছিল , তোমাদের দাবি এগিয়ে চলো
ব্যস্ত তোমরা হাতবদলে যখন ,
তখন উত্তর আমরা কোথায় আর খুঁজি বলো ।।
বিশ্বাস ভাঙেনি , ভাঙা হয়েছে সরল এক সমীকরণে
আমরা এখানে স্থির , তোমরা পরিবর্তনশীল
উত্তর ভিন্ন সমীকরণে ভিন্ন তো হতেই হবে ---
ঠিক কি না , ম্যাম ??