কাকে কখন কে খুঁজে পাবে , কে জানে ?
কোন অপরিচিত একদিন দেখ মনে হবে
খুব কাছের কেউ ।।
সমুদ্দুরের বুকে যে ভাঙা ভাঙা ঢেউ ওঠে
তারাও বোঝে না ; কে যে তাদের সাথে মিশে
একদিন কূল ধ্বংস করবে ,
আর কে যে মজবুত করবে নতুন
এক উপকূল রেখা ।।
সূর্যের প্রবল ঘূর্ণনে যে গোলাগুলো
ছিটিয়ে গেছিল ,
একদিন অন্ধকার গর্তে আবার মিলিত হবে ।।
এটাই তো সূত্র জগতের ----
পৃথিবীর অনেক গভীরে যে পাত মিলে
একটা বাসযোগ্য পরিবার গড়েছিল সেদিন ,
একদিন তারাই হাটা দিল ,
নদ , নদী , মহাসাগর পেরিয়ে দূর থেকে দূরে
গড়েছে নতুন দেশ , মহাদেশ ।।
কোনদিন দেখেছ তারাও কাছে ফিরে আসে ,
কখনও ধ্বংস বেসে , কোথাও সৃষ্টির উল্লাসে ,
দীর্ঘ পথ চলার মাঝে এভাবেই চলে
গড়া ভাঙার খেলা ।।
আজ যে লক্ষ্ কোটি মাথা লড়াই করে
তারাও খুঁজে নেবে কাউকে কোনদিন
কোন অপরিচিত কেউ ,
চিতা কাঠের বা কফিনের বাক্সের তলায়।।