( এটি একটি কবিতার ট্রান্সলেশন ।। এখানে কবি সেই সব পুরুষদের কথা তুলে ধরেছে যারা নারীদের ওপর ধর্ষণ ও
অন্যান্য অত্যাচার করে থাকে ।। নারীদের ওপর এই অত্যাচার আমি ব্যক্তিগত ভাবে সমর্থন করি না এবং এই জাতীয় পুরুষদের শাস্তির দাবি রাখি )
ওই আধো আলো ছাওয়ায়
উঁকি মারছে একটি দানবিক মুখ
লোভনীয় দুটি চোখ তার খোঁজে
পরবর্তী শিকার --
কোন যৌন চাহিদা পূরণ করতে নয়
তার মূল লক্ষ্য হল প্রদর্শন করা
নিজের শক্তি আর ক্ষমতার ভয় ।।
প্রথমে সে আঘাত করবে , চিৎকার আর যন্ত্রনায়
নিপীড়িতা ছটফট করবে ,
সে দেখতে চায় আহত রক্তাক্ত দেহটি
তার পায়ের তলায় পড়ে আছে ---
যেন বিশ্ব বিজয় আজ সম্পূর্ণ তার
এবং তার একটিই পরিচয় এখন : পুরুষ সর্দার ।।
মেয়েটিকে দেখছিলাম অনেকক্ষন ধরে
তার কোমরের দুলুনি যেন সাপের মত ,
তার বক্ষ যুগল আমার ভিতরের দানবটিকে জাগিয়ে তুলছে
ঠিক তখনি সে আমার দোরগোড়ায় হাজির ।।
সে জানতে চাইল , বাড়িটি কার ?
মনে হল , এ মাগিটিকে একটা শিক্ষা দেওয়া দরকার
সারা শরীর থেকে ঝরে পড়া যৌবন রস পান করব আমি
সে তো ভৃত্য আমার , এ তার কাছে নয় এমন কিছু দামি ।।
শরীরে নয় , অন্তর থেকে মারব তাকে
জীবন তার আটকে পড়বে কঠিন এক পাঁকে ।।
মৃত্যু সামনে দাঁড়িয়ে ,
দেখাই যাক পালায় সে কি করে সব ছাড়িয়ে !!
দোষ তো হবে তার ইস্কুলিয় ছোট পোশাকের
আর এই হিজড়া সমাজ কিছু না ভেবেই
নিমেষে দেবে তাকে তাড়িয়ে ।।
শাঁখের করাত সামনে তার --
এমন অবস্থায় পুরুষের হাতে নিজেকে সমর্পণ করে দেওয়া
একমাত্র উপায় তার ।।
ওই যে দূরে আর একজন এগিয়ে আসছে
দুই সন্তানের মা আর এক স্বাধীন চেতা --
তাকে কেউ বলেনি , সন্ধ্যায় রাস্তায় বেরোতে মানা
দিনকাল একদম ভাল না ।।
গৃহবন্দি করে রাখা উচিত ছিল
ভদ্র মহিলার এটাই ধর্ম জেনো ।।
তা নয় , ছোট পোশাকে শরীর দেখাচ্ছে
নিজেকে এরা কি ভেবেছে !!
এসব করে ছাড় পেয়ে যাবে --
দৈত্য সম্রাট সব জানে ।।
পৃথিবীটা শুধুই পুরুষের জন্য আর নারী
পৃথিবীতে নগন্য ।।
আমি তাকে আজই এর উচিত শাস্তি দেব
ফাঁকা রাস্তায় কাপড় খুলে উলঙ্গ বেসে দাঁড় করাবো ।।
তারপর তার কোমল দেহের কোমল অঙ্গে
কিছু আঁচড় , কিছু আদর আর সবশেষে
রডের ধারালো আঘাত যোনির ভিতর ঢুকিয়ে দেব ;
এতেও তৃপ্ত না হলে এসিড এর বোতল তো আছেই
স্নান করিয়ে দেব না হয় !!
এটাই হবে তার কৃত কর্মের উপযুক্ত বিচার
নারী , ভুলে যাও কেন
এ পৃথিবী আমার , এ পৃথিবী আমাদের
তোমরা দাস ছিলে , আছ , থাকবে
আমাদের মর্জি মত দেহ ঢাকবে --
নাহলে সেদিন দূর নয় , যেদিন এই পায়ে এসে পড়বে
আর চোখের জলে বলবে ,
" আমাদের মেরো না , মেরো না অন্তর থেকে
তার চেয়ে অনেক ভাল , আমাদের উলঙ্গ করে দাও
উলঙ্গ দেহে ভোগ জমাও , আমরা রাজি
তবু আমাদের বাঁচতে দাও ।।"